ফেনী প্রতিনিধি, ঃ ফেনীর মাছ বাজার থেকে এক হাজার কেজি ক্ষতিকর জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্ধ। এ ঘটনায় ৮ ব্যবসায়ীকে ৩ মাসের স্বশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার রাত আটটার দিকে কোট বিল্ডিং এলাকায় র্যাব ৭ এর একটি দল এ অভিযান পরিচালনা করেন।
ফেনী র্যাব ৭ এর কমেন্ডার মোঃ মোজাম্মেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনী বড় বাজার থেকে ১০০০ কেজি ক্ষতিকর জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয়। এসময় মাছে জেলি দেয়ার অপরাধে নুর ইসলাম (৪০) ইমরান (২৫) কেশব চন্দ্র দাস(৩৫) মো: ইসমাঈল(২৫) মোঃ মানিক মিয়া(৫৮) মো: আরিফ(১৮) সোনজর পোদ্দার(৪২) ও বিষ্ঞ রাজবানী (৩০) গ্রেফতার করে। তাদের মাছ জব্দ করা হয়। এর পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকে ৩ মাসের শ্ব-শ্রম কারাদন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট মো জানে আলম।