ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের সত্তরতম বার্ষিকী উপলক্ষে এক বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করেছে চীন।
প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিং-এ এই কুচকাওয়াজ পরিদর্শন করবেন।
তিয়েনআনমেনে এই কুচকাওয়াজে চীনের সেনাবাহিনীর বারো হাজার সৈন্য এবং রাশিয়াসহ অন্য দেশ থেকে আসা এক হাজার সেনা অংশ নেবে।
দেশটির ইতিহাসে এমন আয়োজন অভূতপূর্ব বলে মনে করা হচ্ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন, সুদানের ওমার আল বাশির, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব যুমা এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে।
এই অনুষ্ঠানে ট্যাংক, মিসাইলসহ চীনের সামরিক বাহিনীর বেশ কিছু অস্ত্র-শস্ত্রের প্রদর্শনীও রয়েছে।
বলা হচ্ছে এসব অস্ত্রের ৮০ভাগই এই প্রথম জনসম্মুখে তুলে ধরা হচ্ছে ।
সূত্র : বিবিসি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান