ঢাকা : সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া আরো দু’জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদ হোসেন এবং রাউজানের আক্তার ও ইলিয়াস। আহতরা হলেন- বেলাল ও সাইফুল।
বুধবার সকালে একটি প্রাইভেটকারে করে যাওয়ার সময় আল আইনের আল খাজানা এলাকায় তারা দুর্ঘটনায় পড়েন বলে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর আরমান উল্লাহ চৌধুরী জানিয়েছেন।
তিনি বলেন, “প্রাইভেটকারটি উল্টে ঘটনাস্থলেই মারা যান দু’জন। আহত বাকি তিনজনকে হাসপাতালে নেয়ার পর মারা যান আরো একজন।”
আহতরা স্থানীয় আল আইন হাসপাতালে আছে জানিয়ে আরমান বলেন, তারা এখন শঙ্কামুক্ত।
নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে দূতাবাস। আরমান বলেন, প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে পাঠানো হবে।
হতাহতরা সবাই আমিরাতে কাজ করতেন। তবে তাদের কর্মস্থল ও পেশার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি দূতাবাস কর্মকর্তা।
সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে সাত লাখ বাংলাদেশি রয়েছেন। দেশটিতে তৃতীয় সর্বাধিক প্রবাসী শ্রমিকও তারাই।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান