শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আমিনুল হক ভূঁইয়া বলেছেন, সরকার চাইলে তিনি এক ঘণ্টার নোটিশে সরে যেতে প্রস্তুত আছেন। পাশাপাশি শিক্ষকদের একাংশের আন্দোলনকেও অযৌক্তিক বলে দাবি করেন তিনি।
বুধবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এদিকে উপাচার্যের অপসারণ চেয়ে আন্দোলনকারী শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিন তিন ঘণ্টা কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ, র্যালি ও সমাবেশ করছেন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। তারা সমাবেশে উপাচার্য অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘রাষ্ট্রপতি তাঁর আদেশ বলে আমাকে এখানে নিয়োগ দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া নির্দেশনা মোতাবেক কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আন্দোলনের নামে কিছু শিক্ষক সেই নির্দেশনা মানছেন না।
তিনি বলেন, ‘সরকার চাইলে এক ঘণ্টার মধ্যেই দায়িত্ব থেকে সরে যেতে রাজি আছি।’
তবে উপাচার্য দাবি করেন, সরকার আগামী ছয় মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষকদের ওপর হামলা ও সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগে চারজনকে বহিষ্কার করে। এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুজন সহসভাপতি ও একজন যুগ্ম সম্পাদককে পদ থেকে অব্যাহতি দেয়।