বেনাপোল: বেনাপোলে বিজিবি ও কাষ্টমসের মূল্য নির্ধারণে ব্যবধান অনেক। ভারত থেকে বাংলাদেশে আসা যাত্রীদের বিভিন্ন পণ্য সামগ্রী বিজিবি কর্তৃক আটক করার পর কাষ্টমস একটা আনুমানিক মূল্য নির্ধারণ করে জমা দিলে বিজিবি ও কাষ্টমসের মূল্যর সাথে অনেক ব্যাবধান লক্ষ্য করা যায়।
সূত্র জানায়, ভারত থেকে আসা পাসপোর্টযাত্রীদের নিকট থেকে যে সকল পণ্য বিজিবি কর্তৃক আটক করা হয় সেসব পণ্য বিজিবি একটি মূল্য নির্ধারণ করে কাষ্টমসে জমা দেয়। পরে ঐ পণ্যনির্ধারিত পাসপোর্টযাত্রী কাষ্টমস থেকে পণ্য ছাড় করাতে গেলে বিজিবির নির্ধারিত মূল্যর সাথে বাজার অনুযায়ী কোন মিল খুঁজে পাওয়া যায় না। কাষ্টমস তাদের গেজেট অনুযায়ী যখন আটককৃত পণ্যের মূল্য নির্ধারণ করে তখন বিজিবির মূল্যর সাথে কোনো মিল থাকে না। কারণ বিজিবি আটককৃত পণ্যের মনগড়া দাম নির্ধারণ করে থাকে বলে জানা গেছে।
সম্প্রতি ভারত থেকে আসা পাসপোর্টযাত্রী গোপাল ও তরিকুল জানায়, তাদের আটককৃত পণ্য বিজিবি যথাক্রমে ৩০ হাজার ৫০০ টাকা ও ৩৯ হাজার ৪০০ টাকা নির্ধারণ করেছেন। কিন্তু সেই মাল কাষ্টমস বাজার অনুযায়ী নির্ধারণ করেছেন যথাক্রমে ১ হাজার ৯১৯ টাকা ও ২ হাজার ১৫৫ টাকা। যা বিজিবির এবং কাষ্টমসের মূল্যর ভিতর অনেক ব্যাবধান রয়েছে।
বিজিবির আটক প্রতিবেদনে দেখা যায়, তরিকুল ইসলাম (পাসপোর্ট নং এডি ২৬৫৯৬৫) এর আটক পণ্যের মূল্য বিজিবি লিখেছে মোট ৩৯ হাজার ৪শত টাকা অথচ কাষ্টমস একই প্রতিবেদনে পণ্যের দাম নির্ধারণ করেছে ২ হাজার ১৫৫ টাকা এবং গোপাল চন্দ্রর (পাসপোর্ট নং এজি ৫১০৩২০৫) বিজিবির আটক প্রতিবেদনে দেখা যায় আটককৃত পণ্যের মূল্য ৩০ হাজার ৫শত টাকা তা কাষ্টমস নির্ধারণ করে দিয়েছে ১ হাজার ৯১৯ টাকা। যার ব্যাবধান অনেক বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট পাসপোর্টযাত্রীরা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান