বাংলার খবর২৪.কম, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনিতে নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে তিন’শ জনের নামে থানায় মামলা দায়ের করেছে। এঘটনায় পুলিশ এক জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হচ্ছে উপজেলার হেতাইলবুনিয়া গ্রামের ইসমাইল সরদারের পুত্র ছালেক সরদার (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামে গত শুক্রবার উপজেলা নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে আ’লীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তারা সেখানে ১৪ টি হাত বোমা বিষ্ফোরন ঘটায়। ওই দিনই অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, এএসপি (কালিগঞ্জ সার্কেল) মীর মনির হোসেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব পিপিএম ঘটনাস্থল পরিদর্শণ করেন। এলাকায় এখনও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এব্যাপারে আশাশুনি থানার এস-আই আব্দুর রাজ্জাক বাদী হয়ে শনিবার রাতে থানায় ৫০ জনের নাম উল্লে¬খ করে অজ্ঞাত আরো ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং ২৫। রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামী হেতাইলবুনিয়া গ্রামের ছালেক সরদারকে গ্রেফতার করে।
উল্লেখ্য- গত উপজেলা নির্বাচনের পর থেকে বর্তমান উপজেলা চেয়ারম্যান অওয়ামীলীগনেতা এ বি এম মোস্তাকিম গ্রুপ ও খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাত্রলীগ নেতা এস এম শাহানেওয়াজ ডালিম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্যামনগরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে একজনের মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশিপুর এলাকায় যমুনা খালে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মারাত্মক আহত আহাদুল্লাহ গাজী (৭০) মারা গেছেন। রোববার সকাল ১০ টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, শনিবার বিকেলে যমুনার খালে মাছ ধরাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত আহাদুল্লাহকে প্রথমে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রোববার সকালে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন আবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।