ডেস্ক : আফগানিস্তানের একজন আঞ্চলিক তালেবান কমান্ডারের বাড়িতে বিস্ফোরণে তার পরিবারের অন্তত চার সদস্য নিহত হয়েছে।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তালেবান কমান্ডারের মা, স্ত্রী ও দুই সন্তান মারা গেছে। সূত্র বলছে, বিস্ফোরণের সঠিক কারণ জানা যায় নি। তবে ধারণা করা হচ্ছে-বোমা বানানোর সময় সংঘটিত বিস্ফোরণে তাদের মৃত্যু হয়েছে।
এর আগে, গত ১১ জুন ময়দান ওয়ারদাক প্রদেশের বান্দচাক শহরে বিস্ফোরক বোঝাই ট্রাকে বিস্ফোরণের কারণে তালেবানের পাঁচ গেরিলা নিহত হয়েছিল। ওই বিস্ফোরণও ঘটেছিল তালেবানের একজন সিনিয়র কমান্ডারের বাড়িতে।
সাম্প্রতিক বছরগুলোতে তালেবান কমান্ডারদের বাড়িতে বা আস্তানায় এ ধরনের কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে, কান্দাহার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক পরিচালক হযরত ওয়ালি হোতাকের গাড়িতে হামলা হয়েছে। সোমবারের এ ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান