মাগুরা: মাগুরা শহরের পার্শ্ববর্তী নিজনান্দুয়ালী গ্রামে সেলিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূ অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। এতে গুরুতর অবস্থায় আজ সোমবার রাত ৯ টায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ওই গৃহবধূ।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকায় ঘটনাস্থল থেকে সেলিম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
মাগুরা পুলিশ সুপার এহসান উল্লাহ জানান, মাগুরা জেলা ও দায়রা জজের গৃহকর্মী (কাজের মহিলা) সেলিনা বেগম জজের বাসায় কাজ শেষে স্বামীর বাড়িতে ফেরার পথে সেলিম নামের ওই লোক তাকে এসিড মারে। এসিডে তার মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। সেলিনা বেগম নিজনান্দুয়ালী গ্রামের আমিরুল হাসানের স্ত্রী। ধৃত সেলিম মাগুরা সদর উপজেলার পারলা গ্রামের বাবু মিয়ার ছেলে। কি কারণে সেলিনাকে এসিড মারা হয়েছে সেলিম কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছ
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান