বাংলার খবর২৪.কম : প্রধান শিক্ষকের সাথে বিদ্যালয় ম্যানেজেং কমিটির সভাপতির বিরোধের কারণে নিয়মিত ক্লাশ না হওয়া ও শিক্ষক নিয়োগে অর্থ আত্মসাৎসহ ১০দফা দাবীতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর উচ্চ বিদ্যালয়ে। জানাগেছে, প্রধান শিক্ষক তোফাজ্জল হকের সাথে ম্যানেজিং কমিটির সভাপতি মামুন অর রশিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আর এই বিরোধের জের ধরে স্কুলের শিক্ষকরা দু’ভাগে ভাগ হয়ে গেছে। ফলে তারা নিয়মিত বিদ্যালয়ের ক্লাশ নিচ্ছেন না।
এতে করে শিক্ষার্থীরা স্কুলে আসলেও কোনো ক্লাশ হয়না। এনিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে অসন্তোষ দানা বেধে উঠে এবং রোববার তারা একত্রিত হয়ে স্কুলে তালা ঝুলিয়ে দেয়। ঘটনাস্থলে পুলিশ গেলেও এর কোনো সুরাহা হয়নি।
উপরোক্ত বিষয়গুলো জানতে চাইলে প্রধান শিক্ষক তোফাজ্জল হক বলেন, আমার সাথে সভাপতি মামুন অর রশিদ এর সাথে শুধু বাক যুদ্ধ হয়েছিলো কিন্তু তা সমাধানও হয়ে গেছে। আর শিক্ষক নিয়োগের টাকার বিষয়ে কিছুই বলতে পারবো না। তাছাড়া শিক্ষার্থীদের দেয়া ১২দফা দাবির বিষয়ে সোমবার ম্যানেজিং কমিটির সাথে শিক্ষকদের আলোচনা হবার কথা ছিল কিন্তু শিক্ষার্থীরা ক্লাশ রুমে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলনের নেমেছে। এছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি মামুন অর রশিদের সাথে এ বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তিনি বলেন আমি এ ব্যাপারে কোন কথা বলতে চাইনা। অপরদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোস্তাফিজুর রহমান জানান, দূর্লভপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের কথা শুনেছি। কিন্তু কি জন্য এদের আন্দোলন তা বলতে পারবো না। তবে আমি ঘটনাস্থলে গিয়ে দেখে শুনে হয়ত
শিরোনাম :
শিবগঞ্জে প্রধান শিক্ষকের সাথে সভাপতির নিয়োগ বানিজ্য বিরোধ : স্কুলে তালা
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০১:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪
- ১৫৭০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ