অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

শিক্ষকদের কর্মবিরতি, তদন্ত কমিটি গঠন

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি, কালোব্যাজ ধারণ ও প্রতিবাদ র‌্যালি-সমাবেশ করেছে সরকার সমর্থক ‘মহান মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক পরিষদের শিক্ষকরা।

সোমবার সকাল ১০টায় কালোব্যাজ ধারণ করে ক্যাফেটেরিয়ার সামনে থেকে র‌্যালি বের করেন শিক্ষকরা। র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে গিয়ে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সেখানেই সমাবেশ করেন শিক্ষকরা।

অন্যদিকে শিক্ষকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। এদিকে হামলার ঘটনা তদন্তে ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক সাবিনা ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন যথাক্রমে প্রক্টর মোঃ কামরুজ্জামান চৌধুরী এবং সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা পারভিন।

সমাবেশে শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন- অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ইয়াসমিন হক, অধ্যাপক সামসুল আলম, মস্তাবুর রহমান, অধ্যাপক তুলসী কুমার দাস অধ্যাপক আনোয়ারুল ইসলাম দিপু, এমদাদুল হক, মোস্তফা কামাল মাসুদ, আল আমিন রাব্বী, সৌরভ রায় প্রমুখ।

সমাবেশে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমি তীব্র যন্ত্রণায় ভোগছি যেটা আমার বিশ^বিদ্যালয়ের ছাত্ররা আমার বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের সাথে এরকম একটা ব্যবহার করতে পারে এবং সেটা আমাকে নিজ চোখে দেখতে হয়েছে।

তিনি আরও বলেন, শরীরের আঘাতে কিছু আসে যায় না কিন্তু যে মানসিক আঘাত কোনোদিন ভালো হয় না। আমাদের ছাত্ররা আমাদের শিক্ষকদের গায়ে আঘাত করবে আর সেই দৃশ্য আমাকে বসে বসে সেটা দেখতে হয়েছে সেটা কখনো ভুলব না আমি। আমি এই আন্দোলনে শারিরীকভাবে না থাকলেও মানসিকভাবে একশত ভাগ সমর্থন করি।

আন্দোলনরত শিক্ষক নেতা অধ্যাপক সৈয়দ সামসুল আলম বলেন, এই বিশ^বিদ্যালয়ের ইতিহাসে সবচাইতে ন্যাক্কারজনক ঘটনা ঘটাল ছাত্রলীগ। যার নেতৃত্বে ছিল উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া। উপাচার্যের লেলিযে দেয়া পেটোয়া বাহিনীর হাতে শিক্ষক সমাজ লাঞ্চিত এর চেয়ে লজ্জাজনক কোন কিছু হতে পারে না।

এদিকে হামলা প্রতিবাদে দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি মৌন মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে শিক্ষার্থীরা হামলায় জড়িতদের কঠোর শাস্তি ও বিচারের দাবি জানান।

এদিকে অনাকাঙ্খিখত ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদেও শাস্তি দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত পন্থি শিক্ষকরা। সোমবার বিএনপি-জামায়াত শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক সাজেদুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

অন্যদিকে হামলার ঘটনা তদন্তে ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক সাবিনা ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন যথাক্রমে প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী এবং সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা পারভিন।

উল্লেখ্য, গত রোববার উপাচার্যেও অপসারণ দাবিতে মহান মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক পরিষদের শিক্ষকরা প্রশাসনিক ভবন এর সমানে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগ তাদের উপর হামলা করে ব্যানার কেড়ে নেয়। এঘটনায় অধ্যাপক ইয়াসমিনসহ ১০জন শিক্ষক আহত হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন

শিক্ষকদের কর্মবিরতি, তদন্ত কমিটি গঠন

আপডেট টাইম : ০৬:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০১৫

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি, কালোব্যাজ ধারণ ও প্রতিবাদ র‌্যালি-সমাবেশ করেছে সরকার সমর্থক ‘মহান মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক পরিষদের শিক্ষকরা।

সোমবার সকাল ১০টায় কালোব্যাজ ধারণ করে ক্যাফেটেরিয়ার সামনে থেকে র‌্যালি বের করেন শিক্ষকরা। র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে গিয়ে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সেখানেই সমাবেশ করেন শিক্ষকরা।

অন্যদিকে শিক্ষকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। এদিকে হামলার ঘটনা তদন্তে ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক সাবিনা ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন যথাক্রমে প্রক্টর মোঃ কামরুজ্জামান চৌধুরী এবং সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা পারভিন।

সমাবেশে শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন- অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ইয়াসমিন হক, অধ্যাপক সামসুল আলম, মস্তাবুর রহমান, অধ্যাপক তুলসী কুমার দাস অধ্যাপক আনোয়ারুল ইসলাম দিপু, এমদাদুল হক, মোস্তফা কামাল মাসুদ, আল আমিন রাব্বী, সৌরভ রায় প্রমুখ।

সমাবেশে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমি তীব্র যন্ত্রণায় ভোগছি যেটা আমার বিশ^বিদ্যালয়ের ছাত্ররা আমার বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের সাথে এরকম একটা ব্যবহার করতে পারে এবং সেটা আমাকে নিজ চোখে দেখতে হয়েছে।

তিনি আরও বলেন, শরীরের আঘাতে কিছু আসে যায় না কিন্তু যে মানসিক আঘাত কোনোদিন ভালো হয় না। আমাদের ছাত্ররা আমাদের শিক্ষকদের গায়ে আঘাত করবে আর সেই দৃশ্য আমাকে বসে বসে সেটা দেখতে হয়েছে সেটা কখনো ভুলব না আমি। আমি এই আন্দোলনে শারিরীকভাবে না থাকলেও মানসিকভাবে একশত ভাগ সমর্থন করি।

আন্দোলনরত শিক্ষক নেতা অধ্যাপক সৈয়দ সামসুল আলম বলেন, এই বিশ^বিদ্যালয়ের ইতিহাসে সবচাইতে ন্যাক্কারজনক ঘটনা ঘটাল ছাত্রলীগ। যার নেতৃত্বে ছিল উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া। উপাচার্যের লেলিযে দেয়া পেটোয়া বাহিনীর হাতে শিক্ষক সমাজ লাঞ্চিত এর চেয়ে লজ্জাজনক কোন কিছু হতে পারে না।

এদিকে হামলা প্রতিবাদে দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি মৌন মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে শিক্ষার্থীরা হামলায় জড়িতদের কঠোর শাস্তি ও বিচারের দাবি জানান।

এদিকে অনাকাঙ্খিখত ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদেও শাস্তি দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত পন্থি শিক্ষকরা। সোমবার বিএনপি-জামায়াত শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক সাজেদুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

অন্যদিকে হামলার ঘটনা তদন্তে ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক সাবিনা ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন যথাক্রমে প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী এবং সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা পারভিন।

উল্লেখ্য, গত রোববার উপাচার্যেও অপসারণ দাবিতে মহান মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক পরিষদের শিক্ষকরা প্রশাসনিক ভবন এর সমানে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগ তাদের উপর হামলা করে ব্যানার কেড়ে নেয়। এঘটনায় অধ্যাপক ইয়াসমিনসহ ১০জন শিক্ষক আহত হন।