ঢাকা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ডেমরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ডেমরা ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ডেমরার ঠুলঠুলিয়ায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্টে শাহাদাৎ বরণকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। ডেমরা ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার। এ সময়ে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডেমরা ইউনিয়ন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য এরশাদ আলম ইসু, জাতীয় পার্টি ডেমরা থানা সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী নুরুল হক, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন, প্রচার সম্পাদক মোঃ জহিরুল হক, সালাউদ্দিন মাদবর, মোক্তার ভূইয়া, ডেমরা ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক আব্দুল হক, ৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ ফারুক সহ ডেমরা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান