নীলফামারী : নীলফামারীর ডিমলায় পরিচয় গোপন করে ভোটার তালিকায় নাম লেখাতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন লালু দাস (৩০) নামে এক ভারতীয় নাগরিক।
আটক লালু দাস ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাকুড়ি থানার বাঁশদাস গ্রামের মাকোয়ারী দাসের ছেলে।
আজ শনিবার দুপুরে জেলার ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়ন পরিষদে ভোটার তালিকায় নাম লেখানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। নাইতারা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিন্টু জানান, দুপুরে ভোটার তালিকায় নাম তুলতে আসেন লালু দাস। নিবন্ধনের কাজে নিয়োজিতরা তার কাছে জন্ম নিবন্ধন সনদ চাইলে তিনি ইউনিয়ন পরিষদ থেকে জন্মসনদ তোলার চেষ্টা করেন। কিন্তু সঠিক পরিচয় দিতে গিয়ে তার উপর সন্দেহের সৃষ্টি হলে তাকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে সে নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দেয়। লালু আরো বলেন, তিনি পাশের সাতজান গ্রামের তার আত্মীয় বিজয় দাসের বাড়িতে ৫ বছর ধরে আছেন এবং ঢাকা ও সিলেটসহ বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করতেন। তাই তিনি বাংলাদেশের নাগরিক হতে চান। ডিমলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানায়, ভারতীয় নাগরিক কালু দাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন খান জানান, লালুর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান