ব্রাহ্মণবাড়িয়া : লিবিয়া থেকে সমুদ্র পথে ইতালি যাবার সময় পানিতে ডুবে ব্রাহ্মণবাড়িয়ার দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কসবার একই গ্রামের নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।
তাদের পরিবারের সদস্যদের এখন একটাই দাবি লাশগুলো দেশে ফিরিয়ে আনা।
আজ শনিবার তাদের বাড়িতে খবর আসে ব্রাহ্মণবাড়িয়ার দুজনের মৃত্যু হয়েছে। ৩ বছর আগে ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার সোনারগাও গ্রামের ফজল মিয়ার ছেলে নাজমুল হাসান (২০) ও সফি মিয়া ছেলে আমিনুল ইসলাম (২১) লিবিয়া যান। দীর্ঘদিন ধরে তারা লিবিয়া থেকে ইতালি যাবার চেষ্টা করছিল।
গত সপ্তাহে তারা নৌকা দিয়ে দালালের মাধ্যমে রওয়ানা হয়। যাবার সময় তারা ফোনে পিতা মাতারসহ স্বজনদের কাছ থেকে বিদায় নেন। এরপর থেকে আর কোনো খবর নেই। আজ লিবিয়া থেকে খবর আসে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, নাজমুল ও আমিনুল ডুবে যাওয়া ওই নৌকাতে ছিলেন কিনা বা তাদের মৃত্যু হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।