বাংলার খবর২৪.কম স্পোর্টসঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর আইসিসি বিশ্বকাপ-২০১৫ এর পর অনুষ্ঠিত হবে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
তাই অতিশিঘ্রই ফ্রানচাইজিগুলোকে খেলোয়াড়দের পাওনা বুঝিয়ে দেয়ার তাগিদ দিলেন তিনি।
নাজমুল হাসান পাপন বলনে, “আমরা বিপিএলের জন্য ২০১৪ এর ডিসেম্বর, ২০১৫ এর এপ্রিল ও নভেম্বর বেছে নিয়েছিলাম। তবে বোর্ড চাচ্ছেনা বিশ্বকাপের আগে কোন টি-টোয়ান্টি টুর্নামেন্ট হোক। তাই বিশ্বকাপের পরে এপ্রিল মাসকেই আমরা সেরা সময় মনে করছি।
বিপিএল এর দ্বিতীয় আসরের আগে বিসিবি খেলোয়াড়দের দেনা-পাওনার ব্যাপারে নিশ্চিত করেছিল।
এ ব্যাপারে পাপন জানান, এখনও বেশ কিছু খেলোয়াড়দের পাওনা বাকি রয়েছে। আর বিসিবি অনুসন্ধান করবে কোন কোন ক্লাব এখনও খেলোয়াড়দের পাওনা পরিশোধ করেনি।
তিনি আরো বলেন, “অতিদ্রুত দেশী এবং বিদেশী সকল খেলোয়াড়দের পাওনা বুঝিয়ে দেয়ার ব্যাপারে আশ্বাস দিচ্ছি। আর ক্লাবগুলোকে এ ব্যাপারে আরো সর্তক হতে হবে। এর ব্যতিক্রম হলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো।“
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান