চট্টগ্রাম: গ্যাস-বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নগর বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচি পুলিশের বাধার কারণে পালন করতে পারেনি। এসময় পুলিশ মানববন্ধরের ব্যানর ছিনিয়ে নিয়ে যায়।
শনিবার কর্মসূচি পালনের জন্য চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে সকাল ১০ টার কিছু পর এ কর্মসূচি শুরু হলে পুলিশ বাধা দেয়।
তবে পুলিশের বাধা উপেক্ষা করে কর্মসূচি পালন করতে চাইলে উভয়ের মধ্যে বাকবিত-া শুরু হয়। এক পর্যায়ে পুলিশ ব্যানার কেড়ে নেয়। এরপর নেতা-কর্মীরা কর্মসূচি স্থল ত্যাগ করে চলে যায়।
কর্তব্যরত পুলিশ জানায়, প্রেস ক্লাবের সামনে বিএনপির এ ধরণের কোনো কর্মসূচির পূর্ব অনুমতি ছিল না। তাই তাদেরকে এ কর্মসূচি পালন করতে দেয়া হয়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান