লালমনিরহাট : লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় সারপুকুর ইউনিয়নের পাঠানটারী গ্রামে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় নারীসহ ১০জন আহত হয়েছেন।
শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার পাঠানটারী এলাকার আব্দুর রহমান ও মোক্তার আলীর জমি নিয়ে বিরোধ র্দীঘ দিনের। জমি বিরোধের ঘটনাটি আদালত পর্যন্ত গড়ায়। এ নিয়ে শুক্রবার রাতে দুই পরিবারের নারীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ১০জন আহত হন।
আহতরা হলেন, পাঠানটারী গ্রামের আনছার আলীর স্ত্রী আলেয়া বেগম (৭২), আবুলের স্ত্রী আমেনা বেওয়া (৬৫), নেছামুদ্দিনের স্ত্রী বছিরন বেওয়া (৭০), আনছার আলীর ছেলে সালাম মিয়া (৩০), মোক্তার আলীর স্ত্রী মোহসেনা বেগম (৬০), সমছার আলীর স্ত্রী বুলবুলী বেগম(৪৫), আব্দুর রহমানের স্ত্রী জোবেদা বেগম (৬৫) ও আবেয়া বেগম (৫৫), মান্নানের স্ত্রী রহিমা বেগম (৪০), মালেকের ছেলে মাজেদুল ইসলাম (১৮)।
অগ্নিসংযোগের খবর পেয়ে লালমনিরহাটের দমকল বাহিনীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে মোক্তার আলীর দুইটি ঘর আগুনে পুড়ে যায়।
মোক্তার আলী জানান, তার ৭৭শতাংশ জমি র্দীঘদিন থেকে জবর দখলের চেষ্টা করে ওই এলাকার প্রভাবশালী আব্দুর রহমানসহ তার লোকজন। এ নিয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন। আদালত উক্ত জমিতে নিষেধাজ্ঞা জারি করেন।
তিনি আরো দাবি করেন শুক্রবার সন্ধ্যায় তার বাড়ির পুরুষরা বাজারে গেলে আব্দুর রহমানের লোকজন লাঠিশোঠা নিয়ে ওই জমির উপর থাকা ঘর ভেঙ্গে নিয়ে যায়। এ সময় তার বাড়ির নারীরা বাধা দিতে গেলে তাদের রশি দিয়ে বেধে মারপিট করে বাড়িতে অগ্নিসংযোগ করে চলে যায়।
অপরদিকে, আব্দুর রহমানের দাবি, ওই ৭৭ শতাংশ জমির প্রকৃত মালিক তিনি। মোক্তার আলীর লোকজনেই তার পরিবারের লোকজনের উপর হামলা করেছে। আব্দুর রহমান আরো জানান, নিজেরা নিজেদের বাড়িতে অগ্নিসংযোগ করে তার কাধে দোষ চাপানোর অপচেষ্টা করছে।
আদিতমারী থানার ওসি আকতার হোসেন সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান