ডেস্ক : সৌদি আরবে মার্স ভাইরাসে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একসপ্তাহে মৃতের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে।
সৌদি আরবের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, হজ্জ মৌসুম শুরু হয়ে যাওয়ায় বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আগামী মাসে হজ্জ পালন করতে সারাবিশ্ব থেকে প্রায় ২০ লাখ মুসলিম সৌদি আরব যাবেন।
২০১২ সালে সৌদি আরবে প্রথম মার্স ভাইরাস সনাক্ত হয়। এরপর মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশে মার্স ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে।
এ ভাইরাস কোথা থেকে মানব দেহে প্রবেশ করেছে তা এখনো নিশ্চিত হতে পারেননি চিকিৎসা বিজ্ঞানীরা। তবে ধারণা করা হয়, উট থেকে মানব দেহে এই ভাইরাস সংক্রমণ ঘটছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২০১২ সালে সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে অন্তত ৫১৫ জনের মৃত্যু হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান