পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

এরশাদের উপস্থিতিতে হাতাহাতি, রাজশাহী জাপার সম্মেলন পণ্ড

বাংলার খবর২৪.কম500x350_1fe1560290188f66a64d5d011e9b783c_image_96585_0, রাজশাহী : সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের উপস্থিতিতে রাজশাহী মহানগর জাতীয় পার্টির (জাপা) সম্মেলন পণ্ড হয়ে গেছে।

সোমবার দুপুরে রাজশাহী নগরীর বর্ণালীর মোড় ডেসটিনি মাঠে সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে।

জাতীয় পার্টির নেতাকর্মীরা জানান, সোমবার বেলা ১১টায় রাজশাহী মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের পূর্ব নির্ধারিত সময় ছিল।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এইচ এম এরশাদ। বিশেষ অতিথি ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম ও প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর। তবে প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর ছাড়া অন্য দুইজন অনুপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। বিশেষ বক্তা ছিলেন জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া।

দুপুর ১টায় মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য দেয়া শুরু করেন পার্টির স্থানীয় নেতারা। একপর্যায়ে মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. শাহাবুদ্দিন বক্তব্য শুরু করেন।

এ সময় রাজশাহী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু মহানগর নেতা মো. শাহাবুদ্দিনের কাছ থেকে লাউড স্পিকার কেড়ে নেন এবং তাকে মারধর করেন। এর ফলে সম্মেলন স্থলে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। এরপর জেলা সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু বক্তব্য শুরু করেন।
শাহাবুদ্দিন বাচ্চু বক্তব্য শুরু করলে এরশাদ উঠে গিয়ে বাচ্চুর কাছ থেকে লাউড স্পিকার কেড়ে নেন। এ সময় এরশাদ উপস্থিত পার্টির নেতাকর্মীদের বলেন, “সম্মেলন স্থগিত করা হলো। ঢাকায় গিয়ে এ ব্যাপারে চিন্তাভাবনার পর সিদ্ধান্ত দেয়া হবে।

এরশাদ আরো বলেন, “আগামী তিন মাস পর রাজশাহী মহানগর জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে। আমি আবারো রাজশাহী এসে সে কমিটি ঘোষণা করব। এরপর তিনি সম্মেলন স্থল ত্যাগ করেন।

এর আগে দুপুর ১২টায় এরশাদ একটি ভাড়া করা হেলিকপ্টারে রাজশাহী বিমানবন্দরে এসে পৌঁছান। সেখানে পার্টির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

এরশাদ বর্তমানে রাজশাহী সার্কিট হাউসে অবস্থান করছেন। সেখানে তিনি পার্টির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

এরশাদের উপস্থিতিতে হাতাহাতি, রাজশাহী জাপার সম্মেলন পণ্ড

আপডেট টাইম : ০১:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম500x350_1fe1560290188f66a64d5d011e9b783c_image_96585_0, রাজশাহী : সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের উপস্থিতিতে রাজশাহী মহানগর জাতীয় পার্টির (জাপা) সম্মেলন পণ্ড হয়ে গেছে।

সোমবার দুপুরে রাজশাহী নগরীর বর্ণালীর মোড় ডেসটিনি মাঠে সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে।

জাতীয় পার্টির নেতাকর্মীরা জানান, সোমবার বেলা ১১টায় রাজশাহী মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের পূর্ব নির্ধারিত সময় ছিল।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এইচ এম এরশাদ। বিশেষ অতিথি ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম ও প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর। তবে প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর ছাড়া অন্য দুইজন অনুপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। বিশেষ বক্তা ছিলেন জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া।

দুপুর ১টায় মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য দেয়া শুরু করেন পার্টির স্থানীয় নেতারা। একপর্যায়ে মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. শাহাবুদ্দিন বক্তব্য শুরু করেন।

এ সময় রাজশাহী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু মহানগর নেতা মো. শাহাবুদ্দিনের কাছ থেকে লাউড স্পিকার কেড়ে নেন এবং তাকে মারধর করেন। এর ফলে সম্মেলন স্থলে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। এরপর জেলা সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু বক্তব্য শুরু করেন।
শাহাবুদ্দিন বাচ্চু বক্তব্য শুরু করলে এরশাদ উঠে গিয়ে বাচ্চুর কাছ থেকে লাউড স্পিকার কেড়ে নেন। এ সময় এরশাদ উপস্থিত পার্টির নেতাকর্মীদের বলেন, “সম্মেলন স্থগিত করা হলো। ঢাকায় গিয়ে এ ব্যাপারে চিন্তাভাবনার পর সিদ্ধান্ত দেয়া হবে।

এরশাদ আরো বলেন, “আগামী তিন মাস পর রাজশাহী মহানগর জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে। আমি আবারো রাজশাহী এসে সে কমিটি ঘোষণা করব। এরপর তিনি সম্মেলন স্থল ত্যাগ করেন।

এর আগে দুপুর ১২টায় এরশাদ একটি ভাড়া করা হেলিকপ্টারে রাজশাহী বিমানবন্দরে এসে পৌঁছান। সেখানে পার্টির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

এরশাদ বর্তমানে রাজশাহী সার্কিট হাউসে অবস্থান করছেন। সেখানে তিনি পার্টির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।