সীতাকুন্ড প্রতিনিধি: বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সীতাকুন্ড উপজেলা শাখার নির্বাচনে রঞ্জিত সাহা সভাপতি স্বপন চন্দ্র বনিক সাধারন সম্পাদক , সুমন দে সাংগঠনিক সম্পাদক, সুজিত দাস প্রচার, সঞ্জয় শীল অর্থ সম্পাদক, ছোটন দাশ দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছে ।
উপজেলায় হিন্দু ধর্মালম্বীদের এই প্রথম পূজা উদ্যাপন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত ব্যায় বহুল নির্বাচন ৫৭ মন্দির ও মন্ডপ কমিটির ৫জন করে সদস্য নির্বাচনে ভোটার এবং ৯টি ইউনিয়ন ও একটি পৌর সভায় ৫জন করে মোট ৫০ জন সহ সর্ব মোট= ৩৩৫ জন ভোটার প্রত্যক্ষ ভোট দিয়ে উপজেলা শাখার নেতা নির্বাচিত করেছে। ৬ পদে আঠার জন প্রার্থীর মধ্যে প্রতিদন্দ্বীতা পূর্ণ নির্বাচন পরিদর্শন করেন ২৮১ চট্টগ্রাম ৪ সীতাকুন্ড আকবর শাহা, পাহাড়তলী আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এম পি, উপজেলা নির্বাহী অফিসার মু: শাহীন ইমরান ,সহকারী পুলিশ সুপার সীতাকুন্ড মডেল মো: সাইফুল ইসলাম , সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো: ইফতেখার হাসান, পৌর মেয়র নায়েক অব: সফি উল আলম, ওসি তদন্ত কামাল হোসেন , উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক ও ১নং সৈয়দপুর ইউপির চেয়ারম্যান এ এইচ এম তাজুল ইসলাম নিজামী, উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক ও ২নং বরৈয়াঢালা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন রেহান,৪নং মুরাদপুর ইউনিয়নের চেয়াম্যান রেজাউল করিম বাহার, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আলা উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র জুলফিকার আলী মাসুদ শামীম, কাউন্সিলর শফিউল আলম মুরাদ, কাউন্সিলর জহিরুল আলম,
ও ১১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি/ আহবায়ক কমিটির সদস্যদের মধ্য থেকে শ্রী প্রদীপ ভট্ট্রাচার্য কে প্রধান নির্বাচন কমিশনার ও কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু যুগ্ম নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়, অন্য সদস্যরা হল প্রফেসার সুনিল বন্দু নাথ, অমেলেন্দু ভট্টাচার্য, সুধির চন্দ্র নম, স্বপন চক্রবর্তী , সন্তোস মিত্র, রুপম দে , তপন চক্রবর্তী, এড: অজিত নারায়ন অধিকারী, বৃষ্ণ ভট্টাচার্য প্রমুখ ,
গত ১০ ও ১১ আগষ্ট বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এই প্রথম নির্বাচনে সীতাকুন্ড উপজেলা শাখার মনোনয়নপত্র দাখিল করার পর যাচাই ব্চাাই শেষে ১৮ জন প্রার্থীর ভোট যুদ্ধ দুপুর ২টায় শেষ হয় বিকাল ৫টায় পৌর মেয়র এর উপস্থিতে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার । সীতাকুন্ড পৌর সভা মিলনায়তনে নজির বিহীন সুষ্ট ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে প্রাথীদের কোন প্রকার অভিযোগ ছিলনা
শিরোনাম :
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সীতাকুন্ড উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:১৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫
- ১৬৩৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ