ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন তিতাস নদীর উপর সেতুর ক্ষতিগ্রস্ত অংশে বেইলী সেতু স্থাপনের জন্য টানা ২২ ঘন্টা বন্ধ থাকার পর খুলে দেওয়া হল ঢাকা-সিলেট মহাসড়ক।
শনিবার ভোর ৪টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ভোর ৪টার দিকে বেইলি সেতু স্থাপনের কাজ শেষ হলে ঢাকা-সিলেট মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট তামাবিল-জাফলং সড়কের (ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক, এন-০২) ৯৩ কিলোমিটার সড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস নদীর ওপর অবস্থিত সেতুর ক্ষতিগ্রস্ত স্প্যানে স্টীল সেতু (বেইলী সেতু) স্থাপন করার জন্য শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সেতুর উপর দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় সওজ বিভাগ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান