চট্টগ্রাম : কয়েক সপ্তাহ ধরে সংকটের পর পেঁয়াজের সরবরাহ বেড়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জে।
গেল দুদিনে চারশ টনেরও বেশি পেঁয়াজ এসেছে মিয়ানমার থেকে। আসছে আরও কয়েকশ টন। যার প্রভাব পড়েছে দামেও। গেল দুদিনে কেজি প্রতি ১৫ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের মূল্য। তবে অস্থির আদা ও রসুনের বাজার। এখানেও অজুহাত, সরবরাহ কম।
সামনে কোরবানির ঈদ। তার আগেই হঠাৎ সরবরাহ কম থাকার অজুহাতে চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের বাজার ছিল উর্ধ্বমুখী।
তবে গেল দুদিনে পরিস্থিতি পাল্টে গেছে। বাজারে আবার বেড়েছে পেঁয়াজের সরবরাহ। বিশেষ করে, পাকিস্তান ও মিয়ানমারের থেকে পেঁয়াজ আমদানি বাড়ায় বাজারে কমছে সংকট।
টেকনাফ স্থল বন্দর ও চট্টগ্রাম দিয়ে খাতুনগঞ্জে প্রায় চারশ মেট্রিক টন পেঁয়াজ এসেছে মিয়ানমার থেকে। ফলে কেজিতে ৫ থেকে ১৫ টাকা পযন্ত কমেছে দাম। এখনো বন্দরে পৌঁছার অপেক্ষায় আছে আরো কয়েকশ টন পেঁয়াজ।
তবে পেঁয়াজের ঝাঁজ কমলেও অস্থিরতা বেড়েছে আদা ও রসুনের বাজারে। গেলো কয়েকদিনে ২০ থেকে ৩০ টাকা বেড়ে প্রতি কেজি চায়না রসুন ও আদা বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়। বেড়েছে দেশি রসুন ও আদার দাম।
তবে কোরবানির ঈদ সামনে রেখে কেউ যাতে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য প্রশাসনের কঠোর নজরদারি চেয়েছেন, সংশ্লিষ্টরা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান