নাটোর : ঢাকা থেকে অপহরণের দুই দিন পর মারদাসা ছাত্রী মারজানা খাতুনকে নাটোরের বাগাতিপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী মোসলেম মাতব্বরকে আটক করা হয়।
শুক্রবার দুপুরে উপজেলার খিদ্রী মালঞ্চী গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয় ।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ও অপহৃত মারজানা খাতুনের বাবা ইদ্রিস আলী জানান, ঢাকার কদমতলী এলাকার তালিম উদ্দিন মারদাসা ৩য় শ্রেণির ছাত্রী মারজানা খাতুনকে ভয়ভীতি দেখিয়ে গত ২৬ আগষ্ট অপহরণ করে একই এলাকার মোসলেম মাতব্বর। অপহরণের পর মারজানাকে ট্রেনে করে নাটোরের বাগাতিপাড়া উপজেলার খিদ্রী মালঞ্চী গ্রামে অপহরণকারী তার ভাতিজা আমজাদ হোসেনের বাড়িতে নিয়ে যায়। পরে অপহরণকারী মোসলেম মাতব্বরের ভাতিজা বিষয়টি মোবাইল ফোনে মারজানার বাবা ইদ্রিস আলীকে অবহিত করেন।
শুক্রবার দুপুরে মারজানার বাবা বাগাতিপাড়া থানায় উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ খিদ্রী মালঞ্চী গ্রামের আমজাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে মারজানা খাতুনকে উদ্ধার ও মোসলেম মাতব্বরকে আটক করে।
প্রাথমিকভাবে, পুলিশের ধারণা শিশুটিকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে। আটককৃত মোসলেম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান