কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলার থানামোড় এলাকায় ব্রীজ সংলগ্ন ডাঃ সামছুল মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডে আলিফ ভ্যারাইটি এন্ড ফটোস্ট্যাটের দোকান এবং পপুলার ডেন্টাল চেম্বার পুড়ে ভস্মিভূত হয়েছে।
এতে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলা হলেও এখন পর্যন্ত এর সঠিক কারন জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার তবকপুর ইউনিয়নের সরদার পাড়া গ্রামের ইয়াছিন আলীর পুত্র সৌদি প্রবাসী রেদওয়ানুল হক রাজু ডাঃ সামছুল মিয়ার বাড়ি সংলগ্ন পজিশনে আলিফ ভ্যারাইটি এন্ড ফটোস্ট্যাটের দোকান চালিয়ে আসছিলেন। শুক্রবার সকালে সাড়ে আটটার দিকে দোকান সংলগ্ন বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে তার দোকান ও পার্শ্ববর্তী পপুলার ডেন্টালের সকল মেশিন এবং বাড়ির আসবাবপত্রসহ নগদ প্রায় ২ লাখ টাকা, ২ লাখ টাকা মূল্যের নতুন ১টি ডিজিটাল ফটেস্ট্যাট মেশিনসহ ত্রিশ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এসময় ডাক্তারের বাড়ির ৮টি হাঁস ও মুরগি পুড়ে গেলেও প্রাণে বেঁচে যায় দুই ঘুমন্ত শিশু। পরে উলিপুর ফায়ার সার্ভিসের গাড়ি এসে দামি সব আসবাব রক্ষা করতে না পারলেও আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান