ঢাকা : গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
শুক্রবার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের কারামুক্ত নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।
হাফিজ বলেন, ‘জবাদিহিহীনতার সংস্কৃতির ফলে দেশে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেয়েছে। আর এর প্রভাব পড়বে কৃষক সমাজ ও নিম্নআয়ের মানুষদের ওপর। তাই গ্যাস ও বিদ্যুতের বর্ধিতমূল্য প্রত্যাহার করে নেয়া উচিত।’
তিনি বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার বিনা ভোটে ক্ষমতা দখল করে আছে। যার ফলে দেশে গণতন্ত্রহীনতার সংস্কৃতি চালু হয়েছে। আমরা কেউ সুস্থ সংস্কৃতির চর্চা করতে পারছি না।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান