লালমনিরহাট : লালমনিরহাটে নদ নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হলেও পানি কমার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে । বন্যার ধকল না যেতেই আবারো ভাঙ্গনের কবলে দিশেহারা হয়ে পড়েছে তিস্তা ও ধরলা পাড়ের মানুষজন ।
বৃষ্টি না হওয়ায় দুর্গত এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে । এসব দুর্গত এলাকার মানুষজন খাবার ও বিশুদ্ধ পানীয় জলের তীব্র সঙ্কটে রয়েছেন। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে পানি বাহিত নানা রোগ । ফলে রোগে শোকে অনাহারে – অর্ধাহারে দুর্বল হয়ে পড়েছে তিস্তা ও ধরলা পাড়ের বন্যা কবলিত মানুষ । সরকারিভাবে বন্যা দুর্গত মানুষজনের জন্য ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হলেও জুটছে মাত্র কিছু মানুষের ভাগ্যে ।