রাজশাহী : রাজশাহীর পদ্মার চরে ডানা মেললো খাঁচায় বন্দী ৫০০ টিয়া।
শুক্রবার দুপুরে পদ্মার চরে আনুষ্ঠানিকভাবে টিয়াগুলো অবমুক্ত করে বনবিভাগ। বনবিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর কাশিয়াডাঙ্গা পয়েন্ট থেকে দুটি খাঁচায় বন্দী ৫০০ টিয়াসহ বনবিভাগের কর্মকর্তাদের হাতে আটক হন আবুল কালাম মফিজ (২৬) নামের এক পাচারকারী। পরে শুক্রবার ভ্রাম্যমাণ আদালতে নিলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল হক ওই পাচারকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দেন।
আইনগত প্রক্রিয়া শেষে দুপুরের আগেই তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এছাড়া আদালতের নির্দেশে উদ্ধারকৃত টিয়াগুলো অবমুক্ত করা হয়। দ-িত আবুল কালাম মফিজ ভোলার লালমোহন উপজেলার কুমারখালি গ্রামের সাইদুল হকের ছেলে।
রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের একটি দল ঢাকাগামী নৈশ্যকোচে অভিযান চালিয়ে টিয়াসহ ওই পাচারকারীকে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে নিলে আদালত বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ মোতাবেক তাকে এ দণ্ডাদেশ দেন।
বিভাগীয় বন কর্মকর্তা আরো বলেন, দণ্ডিত আবুল কালাম মুফিজ দীর্ঘ দিন গোদাগাড়ীর বিভিন্ন এলাকা থেকে দেশীয় প্রজাতির বিভিন্ন পাখি কিনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিলেন। এর আগে গত ১৪ আগস্ট বনবিভাগের কর্মীরা ৮০৫টি দেশীয় প্রজাতির বিভিন্ন পাখিসহ তাকে আটক করে।
ওই সময় তাকে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। দ্বিতীয় দফায় পাখি পাচারের সঙ্গে যুক্ত হওয়ায় তাকে কারাদণ্ড দেন আদালত।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান