নয়াদিল্লি: বর্তমানে টেস্ট ক্রিকেটের সেরা স্পিনার পাকিস্তানের ইয়াসির শাহ। ভারতের রবীচন্দ্রন অশ্বিন, বাংলাদেশের সাকিব আল হাসান, শ্রীলংকার রঙ্গনা হেরাথ ও অস্ট্রেলিয়ার নাথান লিঁকে পেছনে ফেলে ইএসপিএনক্রিকইনফোর ভোটে চলতি বছরের সেরা টেস্ট স্পিনারের খেতাবটা পেয়েছেন ইয়াসির। ভোটে তৃতীয় হয়েছেন সাকিব।
২০১৪ সালের অক্টোবরে পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেক হয় ইয়াসিরের। গত বছর মোট ৫টি টেস্ট খেলেন তিনি। গেল বছর ডান-হাতি এই লেগ-স্পিনারের উইকেটসংখ্যা ছিলো ২৭টি। তাই টেস্ট ক্যারিয়ারের প্রথম বছরেই নিজের জাত চিনিয়েছিলেনর ইয়াসির।
পরের বছর অর্থাৎ ২০১৫ সালেও বল হাতে নিজের পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছিলেন ইয়াসির। চলতি বছরও এখন পর্যন্ত ৫ ম্যাচে অংশ নিয়েছেন তিনি। তবে এবার আগের বছরের চেয়ে বেশি উইকেট শিকার করেছেন ইয়াসির। ৩৪টি। ফলে চলতি বছর উইকেট শিকারের তালিকায় বিশ্বের মধ্যে তার অবস্থান দ্বিতীয়। ১০ ম্যাচে ৪৪ উইকেট শিকার করে তালিকার প্রথমস্থানে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।
আর স্পিনারদের তালিকা আমলে নিলে, সেরার অবস্থানে ইয়াসিরই। আর সেটি ভোটের মাধ্যমে প্রকাশ পেয়েছে বাস্তবে। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’ বছরের সেরা স্পিনার খুঁজতে গিয়ে ভোটের আয়োজন করে। সেখানে ৩১ শতাংশ ভোট পেয়ে বছরের সেরা স্পিনার হয়েছেন ইয়াসির।
দ্বিতীয় হয়েছেন অশ্বিন। ২৩ শতাংশ ভোট পেয়েছেন তিনি। ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন সাকিব। ১৬ শতাংশ ভোট পেয়েছেন হেরাথ। ৯ শতাংশ ভোট জুটেছে লিঁ’র ভাগ্যে।
চলতি বছর টেস্ট ক্রিকেটে স্পিনারদের পরিসংখ্যান:
খেলোয়াড় ম্যাচ ইনিংস ওভার রান উইকেট
ইয়াসির শাহ (পাকিস্তান) ৫ ১০ ২৭১.০ ৮০৪ ৩৪
নাথান লিঁও (অস্ট্রেলিয়া) ৮ ১৫ ২৬৫.০ ৮৩৯ ২৮
রবীচন্দ্রন অশ্বিন (ভারত) ৪ ৮ ১৮৪.০ ৬২০ ২৭
মঈন আলী (ইংল্যান্ড) ৯ ১৫ ২৪৫.০ ১০০৪ ২৩
থারিন্দু কৌশল (শ্রীলংকা) ৪ ৮ ১৯২.২ ৭১৮ ২১
রঙ্গনা হেরাথ (শ্রীলংকা) ৫ ৯ ২৩৪.২ ৬৭১ ১৪
অমিত মিশ্র (ভারত) ২ ৪ ৫৩.৪ ১৫৩ ১২
মার্ক ক্রেইগ (নিউজিল্যান্ড) ৩ ৬ ১৩৯.০ ৪০২ ১২
তাইজুল ইসলাম (বাংলাদেশ) ৪ ৬ ১৪৭.৪ ৫৪৪ ১১
দেব্রেন্দ বিশু (ওয়েস্ট ইন্ডিজ) ২ ৩ ৯২.০ ২৮৯ ১০
সিমোন হার্মার (দক্ষিণ আফ্রিকা) ৩ ৪ ১০৮.০ ৩৩৪ ১০
মোহাম্মদ হাফিজ (পাকিস্তান) ৪ ৮ ৭৯.০ ২৪৮ ৯
জুলফিকার বাবর (পাকিস্তান) ৩ ৬ ১৪৫.০ ৪৪৩ ৯
জো রুট (ইংল্যান্ড) ১০ ১২ ৮৬.৩ ২৭২ ৮
শানন গ্যাবিয়েল (ওয়েস্ট ইন্ডিজ) ৪ ৮ ৯০.০ ৩০৪ ৮
সাকিব আল হাসান (বাংলাদেশ) ৫ ৬ ১১৮.৩ ৪৯৪ ৭
ভিরাসামি পারমল (ওয়েস্ট ইন্ডিজ) ২ ৪ ৮৬.৫ ৩৩৬ ৬
মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ) ৫ ৯ ১৩২.৩ ৪২২ ৬
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান