বাংলার খবর২৪.কম: আগামী দুই মাসের মধ্যে মিয়ানমার বাংলাদেশ থেকে ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করবে। প্রথম পর্যায়ে ২৪১৫জন রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়া হবে।
সোমবার ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শহীদুল হক ও মিয়ানমারের পক্ষে সচিব মর্যাদার উপ পররাষ্ট্রমন্ত্রী ইউ থান্ট কিয়াওর অংশ নেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে দুটি ক্যাম্পে ৩২ হাজার রোহিঙ্গা রয়েছে। তাদের থেকে ২৪১৫জনকে ফিরিয়ে নেয়ার মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হবে।
তিনি জানান, ২০০৫ সালে সর্বশেষ রোহিঙ্গাদের ফেরত নেয়া হয়েছিল। এরপর থেকে এ প্রক্রিয়া বন্ধ রয়েছে। তিনি জানান, দুই দেশের কারাগারে থাকা বন্দিদের বিনিময়ের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে ১১০জন মিয়ানমারের নাগরিক এবং মিয়ানমারে বাংলাদেশের ১৯০জন নাগরিক বিভিন্ন অপরাধে বন্দি আছে। তাদের উভয় দেশ ফিরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের রাষ্ট্রদূতকে এ প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব দেয়া হয়েছে। তিনি জানান, সীমান্ত সমস্যা নিয়ে দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে। এরপর যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে আগামি বছরের প্রথম দিকে। সচিব জানান, বৈঠকে মাদক নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া মিয়ানমার থেকে গ্যাস আমদানি ও সমুদ্রে গ্যাস অনুসন্ধানের বিষয়েও আলোচনা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান