লক্ষ্মীপুর : সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের চিলাদি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. সবুজ নামে এক যুবদল কর্মীকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
এ দিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের মধ্য থেকে বেলাল হোসেন নামের এক যুবক হত্যার দায় স্বীকার করে নিয়েছেন বলে জানায় পুলিশ ও এলাকাবাসী।
বর্তমানে তাদের পুলিশ সুপার কার্যালয়ে জিঙ্গাসাবাদ চলছে। তার সঙ্গে জঙ্গি কানেকশন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পলিশ।
অন্যদিকে নিহতের পরিবার এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। মো.সবুজ ছিলাদি গ্রামের আবু তাহেরের ছেলে ও খামারি ব্যবসায়ী এবং ওয়ার্ড যুবদলের কর্মী বলে জানা যায়।
সবুজকে হত্যার পর তার বাড়িতে চলছে শোকের মাতম। ৪ বছরের শিশু বাচ্ছা লাবণী সুলতানা স্মৃতি আক্তারকে কোলে নিয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা সবুজের স্ত্রী খুকি আক্তার এখন দিশেহারা। একই সাথে চলছে পরিবার ও স্বজনদের আহাজারী।
স্থানীয় এলাকাবাসী জানান, হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান সবুজের গলা কাটা লাশ পড়ে আছে ধান ক্ষেতে (মাঠে)। এসময় ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করেন তারা। বেলাল নামের একজনকে মারধর করলে সে খুনের কথা স্বীকার করে নিজেকে শিবির কর্মী হিসেবে পরিচয় দেয় বলে জানান এলাকাবাসী।
নিহতের স্ত্রী খুকি আক্তার জানায়, রাতে মোবাইল ফোনে কল আসার পর সবুজ ঘর থেকে বের হয়ে খামারের দিকে যায়। এর কিছুক্ষণ পরে তার মৃত্যু সংবাদ পান তারা। ৪ বছরের শিশু বাচ্ছা ও ৭ মাসের গর্ভের সন্তান নিয়ে কোথায় কার কাছে দাঁড়াবে এমন প্রশ্ন রেখে স্বামী হত্যার বিচার দাবি করেন তিনি।
নিহতের বাবা আবু তাহের জানান, বেলাল, জাহের, মহিনরা আমার নিরাপরাধ ছেলেকে মেরে ফেলেছে। আমি সরকারের কাছে ছেলে হত্যার সঠিক বিচার চাই।
নিহতের মা জাখেরা বেগম জানান, কারো সাথে আমার ছেলের কোন বিরোধ নেই, সে সন্ত্রাসী ও নয় তারপরও তাকে মেরে ফেলেছে সন্ত্রাসীরা।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সবুজ নামের এক লোককে তার খামারের পাশে জবাই করে হত্যা করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে তিনি আরো জানান, এতে স্থানীয় ক্যাডার বেলালসহ তার সাঙ্গোপাঙ্গোরা জড়িত রয়েছে জানতে পেরে এলাকাবাসীর সহযোগিতায় ৬ জনকে আটক করা হয়। আটককৃত বেলাল সবুজকে হত্যার দায় স্বীকার করে নিয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, মামলার প্রক্রিয়াও চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান