বাংলার খবর২৪.কম: টেলিভিশন উপস্থাপক ও ইসলামী ফ্রন্টের নেতা মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনা ভিন্ন দিকে নিতেই ডাকাতির প্রচার চালানো হয় বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে ‘রহস্যময়’ নারী মাহমুদা খাতুন এবং শরিফুল ইসলামকে রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-পশ্চিম) পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ রবিবার তাদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন জানিয়েছিলেন।
আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।এদিকে, মাওলানা ফারুকীর রুহের মাগফিরাত কামনায় সারা দেশে মসজিদ, মাদ্রাসা, খানকা ও সংগঠনের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল করবে ইসলামী ছাত্রসেনা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল হক চিশতী। এ ছাড়া মঙ্গলবার চট্টগ্রামের লালদীঘি ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসমাবেশও অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসউদ হোসাইন আল কাদরি, ছাত্রসেনার সাবেক সভাপতি আবদুল হাকিম, অ্যাডভোকেট আরুসুর রহমান, মাসুদ হোসেন, ইমরান হোসেন তুষার, শরিফ মো. মহিউদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
নুরুল হক চিশতী বলেন, ‘মাওলানা ফারুকীকে জামায়াত-শিবির চক্র নির্মমভাবে হত্যা করেছে। তাদের গ্রেফতার না করে বিষয়টিকে ভিন্ন খাতে নিতে ডাকাতি মামলা করা হয়েছে।’ তিনি বলেন, ‘ফারুকী হত্যার প্রতিবাদে গতকাল সারা দেশে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। তবে বিনা উসকানিতে ঢাকায় ৩ জন, চট্টগ্রামে ৫০ জন, কুমিল্লায় ৫, নারায়ণগঞ্জে ১০ জনসহ সারা দেশে শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ।’ আসামিদের রিমান্ড আবেদনে বলা হয়, শেরেবাংলা নগর থানা পুলিশ ৩০ আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নেওয়া হয়। মাহমুদা জানিয়েছেন- তিনি ২৭ আগস্ট ১৭৪ নম্বর পূর্ব রাজাবাজারের ২য় তলায় ফারুকীর বাসায় গিয়েছিলেন। ফারুকী খুন হওয়ার দিন তার সেই বাসায় যাওয়া, ফ্ল্যাটের রুম পরিদর্শন করা, রাতযাপন করতে চাওয়া ও খুন হওয়ার কিছু সময় আগে বেরিয়ে যাওয়ার ঘটনা রহস্যজনক। তা ছাড়া তিনি নিহতের পরিবারের সঙ্গে পূর্ব পরিচিত নন। তাই মাহমুদা আক্তার ও আরেক সহযোগী আসামি শরিফুল ইসলামকে ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন। রাজধানীর পূর্ব রাজাবাজারে ভাড়া বাসায় ২৭ আগস্ট পরিবারের সবাইকে বেঁধে রেখে মাওলানা ফারুকীকে গলা কেটে হত্যা করা হয়। তার ছেলে ফয়সাল ফারুকী অজ্ঞাতপরিচয় ৭-৮ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান