ব্রাহ্মণবাড়িয়া : আজ ঢাকা-সিলেট মহাসড়ক সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৮ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
জেলার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহ্বাজপুর এলাকায় তিতাস নদীর ওপর সেতুর ক্ষতিগ্রস্ত অংশে বেইলী সেতু স্থাপনের জন্য এ মহাসড়ক বন্ধ থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সওজ’র বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের (ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক, এন-০২) ৯৩ কিলোমিটার সড়কের তিতাস নদীর ওপর অবস্থিত শাহ্বাজপুর সেতুর ক্ষতিগ্রস্ত স্প্যানে স্টিল সেতু (বেইলী সেতু) স্থাপন করা হবে। এজন্য শুক্রবার সকাল সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সওজ’র নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে বেইলি সেতু স্থাপনের কাজ শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবে। এসময় বিকল্প সড়ক হিসেবে ছোট যানবাহনগুলো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা-আখাউড়া সড়ক ও হবিগঞ্জের ভেতর হয়ে নাসিরনগর-সরাইল সড়ক ব্যবহার করতে পারবে। তবে বড় যানবাহনগুলো বিকল্প এ দুই সড়ক দিয়ে চলাচল কর