গাইবান্ধা : আদালতের কর্মচারীকে মারপিটের ঘটনায় গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজিউর রহমানকে ঢাকা রেঞ্জে ক্লোজড করা হয়েছে।
এই ঘটনায় বিভাগীয় তদন্তে ওসি আহমেদ রাজিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ তদন্ত শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষ এই আদেশ দেন।
বৃহস্পতিবার রাতে বিষয়টি জানা গেছে।
মুখ্য বিচারিক হাকিমের আদালতের কর্মচারী কমল চৌধুরীসহ তিন কর্মচারীকে গাইবান্ধা সোনালী ব্যাংক লিমিটেড, গাইবান্ধা শাখায় হত্যা চেষ্টার অভিযোগে ৫ জুলাই গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান, গাইবান্ধা সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার ব্যাবস্থাপক মো. আয়েশ উদ্দিনসহ ১০ জনকে আসামি করে গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এএসএম তাসকিনুল হকের আদালতে কমল চৌধুরী বাদি হয়ে মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে ওইদিনই ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদেশে ২৪ ঘণ্টার মধ্যে এই আদেশ তামিল করে আদালতে প্রতিবেদন দেয়ার জন্য সহকারী পুলিশ সুপারকে (এ সার্কেল) নির্দেশ দেয়া হয়। এছাড়া সদর থানার ওসিসহ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রংপুর বিভাগীয় পুলিশ কমিশনারকে বলা হয়। গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এএসএম তাসকিনুল হক এ আদেশ দেন।
উল্লেখ্য, ৭ জুলাই মঙ্গলবার গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সোনালী ব্যাংক ম্যানেজারসহ অপর আট পুলিশ সদস্য গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম মো. মহসিনুল হকের আদালতে উপস্থিত হয়ে আইনজীবির মাধ্যমে জামিনের আবেদন জানান। এসময় বাদি ও বিবাদি পক্ষের আইনজীবিদের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে বিজ্ঞ বিচারক ১৬ জুলাই পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তাদের অন্তর্বর্তীকালিন জামিন মঞ্জুর করেন। ১৬ জুলাই ধার্য তারিখে জামিনে মুক্ত ওসি রাজিউর রহমান ও সোনালী ব্যাংক ম্যানেজার মো. আয়েশ উদ্দিনসহ অপর আট পুলিশ সদস্য গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম মো. মহসিনুল হকের আদালতে হাজির হলে আদালত মামলাটি অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে স্থানান্তর করেন। ওই আদালতে আগামী ২ সেপ্টেম্বর মামলার দিন ধার্য রয়েছে।
এছাড়া ঘটনাটি তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করে জেলা পুলিশ। ওইদিনই কর্মকর্তাসহ আটজন পুলিশ সদস্যকে লাইনে ক্লোজ করা হয়। এছাড়া একইদিন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।