সিলেট : সিলেটের কোম্পানীগঞ্জের বুরনী এলাকায় এমআর পরিবহন নামের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের ছুড়া গুলিতে ৩০ যাত্রী গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জের টুকেরবাজার থেকে এমআর পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাসটি বুরনী এলাকাস্থ কাটাখাল ব্রীজের কাছে আসামাত্র ডাকাতরা আক্রমণ করে।
এ সময় বাসটি থামানোর জন্য ডাকাতরা এলোপাথাড়ি গুলি ছুড়া শুরু করলে বাসে থাকা ৩০ যাত্রী গুলিবিদ্ধ হন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ডাকাতরা যাত্রীদের মালামাল লুট করে পালিয়ে গেছে বলে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতরা নৌকায় এসে বুরনী নামক স্থানে এমআর পরিবহন নামের একটি বাসে ডাকাতি করেছে। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এছাড়াও ডাকাতদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।