ঢাকা : ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রজনন মৌসুমে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯অক্টোবর’ ১৫ পর্যন্ত মোট ১৫ দিন ইলিশ আহরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ এবং বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এর সভাপতিত্বে সমুদ্রে ইলিশ মাছ ধরা ও বাজারজাতকরণ বিষয়ে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য মা ইলিশ সংরক্ষণ জরুরি। প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ করলে মা ইলিশ নির্বিঘেœ ডিম ছাড়তে পারবে।
তিনি বলেন, জেলেরা যাতে এ সময়ে মাছ না ধরতে যায় সেজন্য সরকার জেলেদের ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এবছর খাদ্য সহায়তা আরও বাড়ানো হবে।
ইলিশ সংরক্ষনের লক্ষ্যে প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ, জলদস্যুতা নিয়ন্ত্রণ, অবৈধপথে ইলিশের পাচার রোধ এবং জেলেরা যাতে মশারিজাল, বেড়জাল, কারেন্টজাল এবং বেহেন্দিজালের ব্যবহার না করতে পারে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে মন্ত্রী নৌ-বাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্গলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন এবং মৎস্যবিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন।
মন্ত্রী মংলা বন্দর এক নং বয়া থেকে পটুয়াখালির রাঙাবালি উপজেলার সোনারচর পয়েন্ট পর্যন্ত এবং বঙ্গোপসাগরের চার নং বয়া এলাকার সুন্দরবন সংলগ্ন সামুদ্রিক এলাকায় নিয়মিত টহল আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশে মাছের মোট চাহিদা ৪২লাখ মেঃটন, উৎপাদন হচ্ছে সাড়ে ৩৫ লাখ মেঃ টন। প্রতিবছর এক লাখ টনেরও বেশি অতিরিক্ত মাছ উৎপাদিত হচ্ছে। আশা করা যায় সরকারের বর্তমান মেয়াদে দেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।
মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, মন্ত্রনালয়ের সচিব সেলিনা আফরোজা পিএইচডি, অতিরিক্ত সচিব মোঃ আনিছুর রহমান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌবানিনী, বোস্টগার্ড, র্যাব, নৌপুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দেশে মোট মাছের উৎপাদনে ইলিশের অবদান প্রায় ১১ শতাংশ। একক প্রজাতি হিসাবে যা সর্বোচ্চ। জিডিপিতে ইলিশের অবদান এক শতাংশ। ইলিশ আহরণে ৫লাখ লোক সরাসরি এবং ২০- ২৫ লাখ লোক পরোক্ষভাবে জড়িত বলে সভায় জানানো হয়।