বাংলার খবর২৪.কম : ১ সেপ্টেম্বর, সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৯ সালের এই দিনে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ও ১৯ দফার ভিত্তিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি গঠন করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করছে।
দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক বাণী দিয়েছেন।
৩৬ বছরের রাজনৈতিক ইতিহাসে চারবার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে বিএনপি। প্রথমবার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নেতৃত্বে এবং পরের তিনবার তারই সহধর্মিণী বিএনপির বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে।
প্রধান বিরোধী দলের দায়িত্ব পালন করেছে দুবার। বিএনপির নেতৃত্বে দেশে প্রতিষ্ঠিত হয়েছে বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংসদীয় সরকার ব্যবস্থা।
১৯৭৯ সালের এই দিনে জাগদলের আনুষ্ঠানিক বিলুপ্তির মাধ্যমে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র রমনা পার্কের খোলা চত্বরে ১৯ দফার ভিত্তিতে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল’ (বিএনপি) নামে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন।
এর রাজনৈতিক দর্শন ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। জিয়াউর রহমানকে আহ্বায়ক করে গঠিত বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রথম কলেবর ছিল ৭৬, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৮৬ জনে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে দলটি নানা কর্মসূচি পালন করছে। সকালে দেশের সব কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
সকাল ১০টায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত, দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন। এছাড়া বিএনপির উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শিরোনাম :
নানা আয়োজনে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ১১:৪২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪
- ১৬৮২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ