ঢাকা : গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী হিসেবে আখ্যায়িত করেছে সরকাররই অংশিদার জাতীয় পার্টি।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব জিয়াউদ্দিন বাবলু এ মন্তব্য করেন। একই সঙ্গে তারা সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।
বিবৃতিতে এরশাদ-বাবলু বলেন, এই মূল্য বৃদ্ধি হবে দেশের আপামর মানুষের জন্য মরার উপর খাড়ার ঘায়ের মতো। এমনিতেই দেশের সাধারণ মানুষ দ্রব্যমূল্যের যাতাকলে নিষ্পেষিত হয়ে আছে। তার উপর ২ দশমিক ৯৭ শতাংশ হারে বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং ২৬ দশমিক ২৯ শতাংশ হারে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে দ্রব্যমূল্য আরো বেড়ে যাবে। নির্দিষ্ট আয়ের মানুষ চরমভাবে দূর্দশার মধ্যে পড়বে। তারা বলেন, যেখানে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য হ্রাস পেয়েছে সেখানে তেলের মূল্য না কমিয়ে উল্টো গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে দেয়ার মতো জনস্বার্থবিরোধী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা সরকারের প্রতি গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল এবং তেলের মূল্য হ্রাস করার জন্য জোর দাবি জানাচ্ছি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান