চট্টগ্রাম: অভ্যন্তরীণ কোন্দল, সংঘর্ষ যেন পিছু ছাড়ছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের। অভ্যন্তরীণ কোন্দলের কারণে দুই বছর আগে চবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কমিটি বিলুপ্তির পর থেকেই চবি ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন গ্রুপ, উপ-গ্রুপে বিভক্ত হয়ে প্রায় সংঘর্ষে জড়িয়ে পড়ছে।
গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেয়াকে কেন্দ্র করে দু’গ্রুপে সংঘর্ষে ছাত্রলীগ কর্মী তাপস সরকার নিহত হয়। এরপর চবি ছাত্রলীগের বিবাদমান গ্রুপের মধ্যে দূরত্ব আরো বাড়তে থাকে। তখন প্রধানমন্ত্রী চবি ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ কারার আহ্বান জানান। এই আহ্বানের পর নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিনের বাসায় চবি ছাত্রলীগের উভয় গ্রুপের মধ্যে সমঝোতা হয়। এর কয়েকদিনের মাথায় তারা আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এই ঘটনার পর বিভন্ন মহল থেকে চবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার দাবি উঠে। দীর্ঘদিন দুই বছর পর নগর আওয়ামী লীগের সেক্রেটারি ও সিটি মেয়র আ জ ম নাসিরের অনুসারী আলমগীর টিপুকে সভাপতি ও নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী এইচ এম ফজলে রাব্বী সুজনকে সাধারণ সম্পাদক করে গত ২১ জুলাই চবি ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন করার পর চবি ছাত্রলীগের সভাপতি, সেক্রটারি মিলে বগিভিত্তিক রাজনীতি ছেড়ে হল রাজনীতির প্রক্রিয়া শুরু করে। এতে কিছু ইতিবাচক কর্মসূচিও পালন করে ঐক্যবদ্ধভাবে।
কিন্তু গত কিছু দিন যাবত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবির কর্মীসহ একাধিক সাধারণ ছাত্রকে মারধর করায় তাদের মধ্যে কিছুটা সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়। সর্বশেষ মঙ্গলবার বিকালে সাধারণ ছাত্রদের সিট দখলকে কেন্দ্র করে সংষর্ঘে জড়িয়ে পড়ে সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপ। আর এই সংঘর্ষের কারণে দীর্ঘদিন পর চবি ছাত্রলীগের মধ্যে যে ঐক্যপ্রক্রিয়া শুরু হয়েছে তা ভেস্তে গেছে বলে মনে করছেন নেতাকর্মীরা।
মঙ্গলবারের সংঘর্ষের ঘটনার সূত্রপাত নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে একে অপরকে দোষারোপও করছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, “বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি হওয়ার আগে ক্যাম্পাস থেকে শিবির বিতাড়িত করেছি আমরা। কমিটি গঠিত হওয়ার পর সাধারণ সম্পাদক গুটি কয়েক সমর্থক নিয়ে হলের বেশিরভাগ কক্ষ দখল করে আছে। এ বিষয়ে কথা বলতে গেলে সাধারণ সম্পাদক সমর্থিত নেতা কর্মীরা আমাদের উপর হামলা চালায়।
অন্যদিকে সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন জানান, আমরা প্রত্যেক হলে সমবন্টন নিয়ে তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা আমাদের ফিরিয়ে দেয়। এসময় কয়েকজন নেতাকর্মী এর প্রতিবাদ জানালে তারা আমাদের নেতাকর্মীর উপর পরিকল্পিতভাবে হামলা চালায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান