ঢাকা: বর্তমানে সরকার সোনার ছেলেদেরকে (ছাত্রলীগ) হত্যার পিছনেও তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বর্তমান বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের সর্ম্পকে তিনি বলেন, এতদিন বিরোধী দলীয় নেতাকর্মীদের জঙ্গি সন্ত্রাসী আখ্যাদিয়ে তথাকথিত বন্ধুক যুদ্ধের নামে হত্যা করা হত। এখন সরকার দলীয় সোনার ছেলেদের হত্যার পিছনো রাজনৈাতিক উদ্দেশ্য আছে। ভবিষ্যতে যাতে করে সরকার পরিবর্তন হলে তাদের মূল তথ্য প্রকাশ না হয়।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণকে ভয় পায় বলেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের কিছু উন্নয়ন কর্মকা- উদ্বোধন করছেন।
হান্নান শাহ, যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় সেই সরকার জনগণের সামনে যেতে ভয় পায়। তা জন্য শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যেমে তাদের কিছু উন্নয়ন কর্মকা- উদ্বোধন করছেন।
আয়োজক সংগঠনের সভাপতি মো: হানিফ ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, যুগ্ম-মহাসচিব মো: শাজাহান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবার খন্দকার, জাতীয় পার্টি (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান