খাগড়াছড়ি : জেলার মাটিরাঙ্গা উপজেলা সদরের কামিনী মেম্বার পাড়া এলাকায় গোপন বৈঠক করে পালিয়ে যাওয়ার সময় পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফ‘র ১৫ নেতাকর্মীকে আটক করেছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। তারা একটি চাঁদের গাড়িতে ছিল।
মঙ্গলবার বিকেল সাড়ে ৬টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মাটিরাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলো, খাগড়াছড়ি সদর উপজেলার পশ্চিম গোলাবাড়ী এলাকার মৃত-পুবধা ত্রিপুরার ছেলে জ্ঞানেন্দ্র ত্রিপুরা (৪২), চম্পাঘাট এলাকার বিকিরণ চাকমার ছেলে তপন চাকমা (৪২), মাটিরাঙ্গা সদর উপজেলার বোলা হাজাপাড়ার দইয়ার কৃষ্ণ ত্রিপুরার ছেলে পলাশ ত্রিপুরা (২৮), খাগড়াছড়ি সদরের আকবারী পাড়ার জলকুমার ত্রিপুরার ছেলে জয় ত্রিপুরা (২৯), চম্পাঘাট এলাকার কল্যাণময় খাসীর ছেলে সুভাশীষ খীসা (৩৫), খাগড়াছড়ি সদরের মঙ্গারামপাড়ার হিরাময় ত্রিপুরার ছেলে সুমেস ত্রিপুরা (২৫), মাটিরাঙ্গার বোলা হাজাপাড়ার নিরু বিকাশ ত্রিপুরার ছেলে বানর ত্রিপুরা (২৮), খাগড়াছড়ি সদরের আকবারী পাড়ার খান কুমার ত্রিপুরার ছেলে জেনি ত্রিপুরা (২৯), মাটিরাঙ্গার বোলা হাজাপাড়ার অখিন কুমার ত্রিপুরার ছেলে রূপণ ত্রিপুরা (৩৫), পূর্ব চন্দ্র ত্রিপুরার ছেলে মিলন কান্তি ত্রিপুরা (২৫), খাগড়াছড়ি সদরের চম্পাঘাট এলাকার লপেন কিশোর ত্রিপুরার ছেলে জগত কুমার ত্রিপুরা (৩৫), মাটিরাঙ্গার আশুতোস কার্বারীপাড়ার শুধাহরণ চাকমার ছেলে সুনীতি বিকাশ চাকমা (৩৮), খাগড়াছড়ি সদরের বিচিতলা এলাকার জতি তালুকদারের ছেলে দুলাল মনি চাকমা (২১), লগেন্দ্র ত্রিপুরার ছেলে কান্তি ত্রিপুরা (২৪), মাটিরাঙ্গার রাম দয়াল কার্বারী পাড়ার রাম দয়াল কার্বারীর ছেলে মনো বিকাশ ত্রিপুরা (৩২)।
মাটিরাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক মো: জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান