ঢাকা : ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে হুইস্কি, ফেনসিডিল, গাঁজাসহ বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করেছে। মাদক পাচারের সাথে জড়িত মোঃ আল আমিন (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ মাসে বিনাশ্রম সাজা দেওয়া হয়েছে।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় মঈনপুর বিওপির টহল কমান্ডার ল্যান্স নায়েক মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে অভিযা মোঃ আল আমিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বাবার নাম তাজুল ইসলাম। কুমিল্লা জেলার ব্রহ্মণপাড়া শখিধল গ্রামের তাদের বাড়ি। তার কাছ থেকে এক কেজি ভারতীয় জট গাঁজা উদ্ধার করা হয়। পরে মোঃ আল আমিনকে বিজিবি ভ্রাম্যমান আদালতে হাজির করে। আদালতে তিনি গাঁজা রাখার কথা স্বীকার করলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন। এছাড়া বিজিবি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪০ বোতল হুইস্কি, ১৯ বোতল ফেন্সিডিল, ৩ কেজি গাঁজা, ৩ হাজার ৭৫০ কেজি চোলাই মদসহ একজনকে আটক করে।
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম শীর্ষ নিউজকে বলেন, মাদকদ্রব্য ক্ষতিকর দিক সম্পর্কে সীমান্ত এলাকায় জনগনদের সচেতনার লক্ষ্যে প্রতিনিয়ত স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও যুবকদের নিয়ে কোম্পানী/বিওপিতে সেমিনার ও মত বিনিময় সভা করা হচ্ছে। এরপরও চোরাকারবারীরা নতুন নতুন পন্থা অবলম্বন করে সুকৌশলে ভারত হতে চোরাইপথে মাদক প্রবেশ করার চেষ্টা করছে। এসকল চোরাকারবারীদের প্রতিহত করার জন্য বিজিবি তৎপর রয়েছে।
তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় বিজিরি অভিযানে ১৪০ বোতল হুইস্কি, ১৯ বোতল ফেন্সিডিল, ০৩ কেজি গাঁজা, ৩.৭৫০ কেজি চোলাই মদসহ ১ জনকে আটক ও ১ পলাতক আসামী আটক করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান