খুলনা : খুলনায় দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে গেছে দুই ভাই-বোন।
সোমবার রাত ১০টার দিকে নগরীর বয়রা এলাকায় পিএমজি অফিসের সামনে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এসিডদগ্ধ নর্দান ইউনিভার্সিটির এমবিএ’র ছাত্রী কানিজ ফাতেমা সাথী এবং তার ছোট ভাই শাওনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনাডাঙ্গা থানার সহকারী কমিশনার শেখ মাহবুবুর রহমান জানান, সাথী বয়রা বাজার এলাকায় ‘ওরাকল’ কোচিং সেন্টারে বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য পড়তে গিয়েছিলেন। এরপর রাতে তার ছোট ভাইয়ের মোটর সাইকেলে করে বাসায় ফিরছিলেন।
“পিএমজি অফিসের কাছে পৌঁছালে পেছন থেকে মোটর সাইকেলে আসা দুই যুবক তাদের লক্ষ্য করে এসিড ছুড়ে পালিয়ে যায়।”
এসিডে সাথীর মুখের একাংশ, বুক ও পিঠ এবং শাওনের পিঠের বাম পাশ ঝলসে গেছে।
রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং এসিডদগ্ধদের সাথে কথা বলেছেন।
সাথী ও শাওন ডাক বিভাগের কর্মচারী আইয়ুব আলীর সন্তান। তারা পিএমজি অফিসের কলোনির বাসিন্দা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান