ঢাকা : দু’দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী গোয়া হুচেং। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং সফরের আগে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া ও দ্বিপক্ষীয় সম্ভাব্য চুক্তিগুলো নিয়ে আলোচনা করতেই তার এ ঢাকা সফর বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জান গেছে।
দু’দেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশকে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে চীন। পাশাপাশি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন খাতে অংশীদার হতে চায় দেশটি। বাণিজ্যমন্ত্রীর ঢাকা সফরে এসব বিষয় গুরুত্ব পাবে।
ঢাকা সফরে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে গোয়া হুচেংয়ের।