চট্টগ্রাম : শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণা দিয়ে আনা ১০ কন্টেইনার টেস্টিং সল্ট চট্টগ্রাম বন্দরে জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সোমবার চট্টগ্রাম বন্দরে এক কোটি ৫০ লাখ টাকা মূল্যমানের এসব টেস্টিং সল্ট (মনো সোডিয়াম গ্লুটামেট) জব্দ করা হয়।
চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন বলেন, এসব টেস্টিং সল্ট বড় প্যাকেটের বদলে আড়াই কেজির প্যাকেটে করে আমদানি করে একটি প্রতিষ্ঠান।
“ছোট প্যাকেটে টেস্টিং সল্ট আমদানি করলে ২৫ শতাংশ শুল্ক দিতে হয়। কিন্তু তারা ১০ শতাংশ শুল্ক দিয়ে ছোট প্যাকেটে পণ্য এনে প্রায় ২৫ লাখ টাকার মতো শুল্ক ফাঁকি দিয়েছে।”
শুল্ক কর্মকর্তা জাকির জানান, হেদায়েত অ্যান্ড ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠান এই ১৬৩ মেট্রিক টন টেস্টিং সল্ট আমদানি করে টিভোলি এন্টারপ্রাইজ নামে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের মাধ্যমে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান