বগুড়া : শাজাহানপুরে এক নারী কর্মী যৌন মিলনে রাজী না হওয়ায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন তার পরিবার।
স্থানীয়রা জানায়, গাবতলী উপজেলার লক্ষীকোলা গ্রামের আবদুল হান্নান কাজীর মেয়ে উম্মেহানী (২৩) “গাক” এনজিও‘র মাঠকর্মী হিসেবে শাখা অফিসে কর্মরত ছিলেন। গত ২২ শে আগষ্ট দুপরে কর্তব্যের প্রয়োজনে “গাক” ম্যানেজারের অফিস কক্ষে প্রবেশ করলে ম্যানেজার জাকির হোসেন উম্মেহানীকে কুপ্রস্তাব দেয়। এতে রাজী না হওয়ায় উম্মে হানীর সাথে চাপাচাপি করে। এক পর্যায়ে উম্মেহানী অসুস্থ হয়ে পড়লে ঔষধ আনার কথা বলে বাহির ইঁদুর মারার কীটনাশক ঔষধ এনে তাকে খাওয়ায়। আর ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য চিকিৎসার কথা বলে অফিসের কর্মচারীদের দিয়ে উম্মেহানীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পরে ঘটনার দিন রাত ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে ঘটনাটি সম্পর্কে স্থানীয় লোকজন জানিয়েছে, ঐ কর্মকর্তার সাথে উম্মে হানীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু কর্মকর্তার স্ত্রী সন্তানের বিষয়টি গোপন রাখা হয়েছিল। বিষয়টি জানাজানি হলে বিয়ের প্রস্তাব দেয় উম্মেহানী। এতে জাকির রাজী না হওয়ায় মানমালিন্যের এক পর্যায়ে এ ঘটনা ঘটতে পারে বলে তারা জানিয়েছেন। রহস্যজনক এ মৃত্যুর বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান জানান, তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান