সিলেট : সিলেট নগরীর লালদিঘীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক ডেটোনেটর ও পেট্রল বোমাসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র্যাব।
আজ রোববার বিকেল ৪টার দিকে লালদিঘিরপাড়ের ওয়ান ব্যাংকের পাশে পরিত্যক্ত একটি মার্কেটের সামনে থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর সহকারী পরিচালক মাঈন উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা বিকেল ৪টার দিকে বিশেষ একটি টিম নিয়ে অভিযানে নামে। এসময় তারা সেখান থেকে ইলেকট্রিক ডেটোনেটর নামে উচ্চ ক্ষমতা সম্পন্ন ৫টি বোমা, ৮টি পেট্রলবোমা, ২টি হাত বোমা, ৫টি পাওয়ার জেল, ৯টি চকলেট বোমা উদ্ধার করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান