অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

নওগাঁয় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ৫ গ্রাম প্লাবিত: পানিবন্দী ৫০ হাজার মানুষ

নওগাঁ : নওগাঁর আত্রাই উপজেলার ফুলবাড়ী ও ভরতেতুলিয়া নামক স্থানে আজ রোববার সকালে আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ৫টি গ্রামসহ আশেপাশের এলাকা প্লাবিত হয়েছে।

ওই উপজেলার পূর্ব-মিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পানিতে ডুবে গেছে। এলাকার শত শত একর জমির ধান তলিয়ে গেছে।

এসব এলাকার ৫০ হাজার মানুষ এখন পানিবন্দী হয়ে পড়েছে। ক্রমেই বন্যা পরিস্থিতি অবনতি ঘটছে। এদিকে আত্রাই নদীর পানি বিপদ সীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গ্রামবাসীরা জানায়, হঠাৎ শনিবার বিকেল থেকে উজানের ঢলের পানিতে আত্রাই নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে।

রোববার সকালে ফুলবাড়ি গ্রামের বেড়ি বাঁধে ফাটল ধরে। মুহূর্তের মধ্যে ফাটল দিয়ে পানি প্রবেশ করতে থাকলে দুপুর পর্যন্ত প্রায় ৩শ ফুট বাঁধ ভেঙ্গে নদীর পানি ঢুকে আত্রাই উপজেলার বিস্তৃর্ণ এলাকা তলিয়ে যায়। সেই সঙ্গে ভরতেতুলিয়া বেড়ি বাঁধ ভেঙ্গে যায়। এছাড়াও আরো ৪/৫টি স্থানে বাঁধ ভেঙ্গে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।

বিশেষ করে উপজেলার ফুলবাড়িয়া, উদনপৈ, মিরাপুর, জাতপাড়া, কুমঘাট, জাত-আমরুল জিয়ানীপাড়া, ভরতেঁতুলিয়া, কাশিয়াবাড়িসহ বিভিন্ন গ্রামের বেশকিছু পরিবার ঘরবাড়ি ছেড়ে সরকারি রাস্তায় এবং উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে।

ভরতেতুলিয়া গ্রামের জাহানারা বানু বলেন, বাঁধ ভেঙ্গে আমাদের থাকার ঘরে আকষ্মিক পানি ঢুকে যাওয়ায় অনেক আসবাবপত্র ঘর থেকে বের করতে পারিনি।

এদিকে ২টি স্থানে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে যাওয়ায় আত্রাই-নওগাঁ ও আত্রাই-পতিসর পাকা সড়ক হুমকির মুখে পড়েছে। এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন যৌথভাবে সড়ক দুটি রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সংবাদ পাওয়ার পর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটোয়ারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মোয়াজ্জেম হোসেন জানান, বেড়ি বাঁধ ভাঙ্গা ও আত্রাই-নওগাঁ মেইন রোড ফাটলের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটোয়ারী জানান, উপজেলার ফুলবাড়ি ও ভরতেঁতুলিয়া বন্যানিয়ন্ত্রণ বেড়ি বাঁধ ভেঙ্গে যাওয়ায় বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আর সেই সঙ্গে এলাকার ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।

এ বিষয়ে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, টানা বৃষ্টির কারণে উজান থেকে ঢলের পানি এসে আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বাঁধ মেরামতের কাজ করা হচ্ছে।

তিনি আরো জানান, আত্রাই নদীর পানি আজ রোববার সকাল থেকে বিপদ সীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

নওগাঁয় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ৫ গ্রাম প্লাবিত: পানিবন্দী ৫০ হাজার মানুষ

আপডেট টাইম : ০৫:১৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫

নওগাঁ : নওগাঁর আত্রাই উপজেলার ফুলবাড়ী ও ভরতেতুলিয়া নামক স্থানে আজ রোববার সকালে আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ৫টি গ্রামসহ আশেপাশের এলাকা প্লাবিত হয়েছে।

ওই উপজেলার পূর্ব-মিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পানিতে ডুবে গেছে। এলাকার শত শত একর জমির ধান তলিয়ে গেছে।

এসব এলাকার ৫০ হাজার মানুষ এখন পানিবন্দী হয়ে পড়েছে। ক্রমেই বন্যা পরিস্থিতি অবনতি ঘটছে। এদিকে আত্রাই নদীর পানি বিপদ সীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গ্রামবাসীরা জানায়, হঠাৎ শনিবার বিকেল থেকে উজানের ঢলের পানিতে আত্রাই নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে।

রোববার সকালে ফুলবাড়ি গ্রামের বেড়ি বাঁধে ফাটল ধরে। মুহূর্তের মধ্যে ফাটল দিয়ে পানি প্রবেশ করতে থাকলে দুপুর পর্যন্ত প্রায় ৩শ ফুট বাঁধ ভেঙ্গে নদীর পানি ঢুকে আত্রাই উপজেলার বিস্তৃর্ণ এলাকা তলিয়ে যায়। সেই সঙ্গে ভরতেতুলিয়া বেড়ি বাঁধ ভেঙ্গে যায়। এছাড়াও আরো ৪/৫টি স্থানে বাঁধ ভেঙ্গে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।

বিশেষ করে উপজেলার ফুলবাড়িয়া, উদনপৈ, মিরাপুর, জাতপাড়া, কুমঘাট, জাত-আমরুল জিয়ানীপাড়া, ভরতেঁতুলিয়া, কাশিয়াবাড়িসহ বিভিন্ন গ্রামের বেশকিছু পরিবার ঘরবাড়ি ছেড়ে সরকারি রাস্তায় এবং উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে।

ভরতেতুলিয়া গ্রামের জাহানারা বানু বলেন, বাঁধ ভেঙ্গে আমাদের থাকার ঘরে আকষ্মিক পানি ঢুকে যাওয়ায় অনেক আসবাবপত্র ঘর থেকে বের করতে পারিনি।

এদিকে ২টি স্থানে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে যাওয়ায় আত্রাই-নওগাঁ ও আত্রাই-পতিসর পাকা সড়ক হুমকির মুখে পড়েছে। এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন যৌথভাবে সড়ক দুটি রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সংবাদ পাওয়ার পর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটোয়ারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মোয়াজ্জেম হোসেন জানান, বেড়ি বাঁধ ভাঙ্গা ও আত্রাই-নওগাঁ মেইন রোড ফাটলের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটোয়ারী জানান, উপজেলার ফুলবাড়ি ও ভরতেঁতুলিয়া বন্যানিয়ন্ত্রণ বেড়ি বাঁধ ভেঙ্গে যাওয়ায় বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আর সেই সঙ্গে এলাকার ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।

এ বিষয়ে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, টানা বৃষ্টির কারণে উজান থেকে ঢলের পানি এসে আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বাঁধ মেরামতের কাজ করা হচ্ছে।

তিনি আরো জানান, আত্রাই নদীর পানি আজ রোববার সকাল থেকে বিপদ সীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।