নওগাঁ : জেলায় ঘুষ গ্রহণের সময় মৎস্য কর্মকর্তা ওবায়দুল্লাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার সন্ধ্যা ৭টার দিকে তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করা হয়। তিনি এখন নওগাঁ সদর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক খায়রুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
খায়রুল হুদা জানান, নওগাঁ জেলা সরকারি খামার ব্যবস্থাপক মাহফুজার রহমান তার ভবিষ্যৎ ফান্ডের অর্থের টাকা প্রাপ্তির আবেদন করতে যান জেলা মৎস্য কর্মকর্তা ওবায়দুল্লার কাছে। ওবায়দুল্লা ১০ হাজার টাকা ঘুষ দাবি করলে মাহফুজার রহমান বিষয়টি দুদককে জানান।
দুদক সন্ধ্যায় অভিযান চালিয়ে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ঘুষ গ্রহণের সময় ওবায়দুল্লাকে আটক করে।
নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান দুদক কর্মকর্তা খায়রুল হুদা।