বাংলার খবর২৪.কম,কুড়িগ্রাম: রৌমারী ও রাজীবপুর উপজেলার পূর্বাংশে এবার পাহাড়ি ঢলের ঘোলা পানিতে রোপা আমনের মতো তছনছ হয়ে গেছে ভারত-বাংলাদেশের সীমান্ত ঘেষা অর্ধশত গ্রাম। গত ২৪ ঘন্টায় ভারতের পাহাড়ের ১৫টি পয়েন্টে এবং সীমান্ত ঘেষা জিঞ্জিরাম ও কালো নদীতে পাহাড়ি ঢলের পানি তীব্র বেগে ঢুকছে।
জানা যায়, পাহাড়ি ঢলের পানিতে সীমান্ত ঘেষা চুলিয়ারচর, ঝাউবাড়ি, কাশিয়াবাড়ি, লালকুড়া, হিজলামারী, বারবান্ধা, কলাবাড়ী, বাওয়ার গ্রাম, বকবান্ধা, আলগারচর, খেওয়ারচর, লাঠিয়ালডাঙ্গা, বালিয়ামারী, ব্যাপারীপাড়া, মিয়াপাড়া ও বাউলপাড়াসহ ৫০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ঘর থেকে পা ফেললেই ঢলের পানি। এতে দুই উপজেলার সীমান্ত ঘেষা ৫ হাজার হেক্টর রোপা আমন ক্ষেত ডুবে গেছে।
সীমান্ত এলাকার স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন জানান, পাহাড়ি ঢলের পানিতে সীমান্তে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে প্রায় অর্ধ লক্ষ মানুষ এখন গৃহবন্দি হয়ে পড়েছে। রৌমারী কৃষি কর্মকর্তা আজিজুল হক জানান, সীমান্ত এলাকার রোপা আমন পুরোটাই পানির নিচে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান