চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৭ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। আর শিথিল করা হয়েছে আবেদনের যোগ্যতা। রোববার বিশ্ববিদ্যালয়ের তথ্য অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।
এ শিক্ষাবর্ষ থেকে নতুন দু'টি বিভাগ চালু এবং শিল্পী ও খেলোয়াড় কোটা বাতিল করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জানা যায়, এ বছরের এইচএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয় হওয়ায় যোগ্যতায় শিথিলতা আনা হয়েছে। প্রতিটি ইউনিটে পূর্বের যোগ্যতা থেকে দশমিক ২৫ পয়েন্ট করে কমানো হয়েছে।
এদিকে ‘সংগীত' ও ‘ফিজিক্যাল ইডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স' নামের দু'টি নতুন বিভাগ খোলা হয়েছে। কলা অনুষদের অধীনে ‘সংগীত' ও শিক্ষা অনুষদের (নতুন অনুষদ) অধীনে ‘ফিজিক্যাল ইডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স' বিভাগ সংযুক্ত করা হয়েছে।
অপরদিকে নতুন দু'টি বিভাগ খোলায় শিল্পী ও খেলোয়াড় কোটা বাতিল করা হয়েছে। তবে ‘বিকেএসপি' কোটা রাখা হয়েছে।
উল্লেখ্য, এ বছর ‘সংগীত' বিভাগে ভর্তি করা হবে ২০ জনকে। আর ‘ফিজিক্যাল ইডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স' বিভাগে ভর্তি করা হবে ৩০ জনকে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান