বাংলার খবর২৪.কম,বরিশাল: বরিশাল মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালসহ ২২ নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেছে পুলিশ।
রোববার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন পিপিএম বাদী হয়ে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন, বরিশাল মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, নায়েবে আমির বজলুর রহমান, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, জেলা সেক্রেটারি জহির উদিন মোহাম্মদ বাবর, কর্মী প্রভাষক মাওলানা মোয়াজ্জেম হোসেন হাওলাদার, মো. আব্দুর রউফ, মাহবুবুর রহমান, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, শফিউল্লাহ তালুকদার, জয়নাল আবেদীন, মো. রাসেল, ইসমাইল হোসেন, আবুল কালাম, শামিম কবির, আবুল কাশেম, আব্দুস সাত্তার, রফিকুল ইসলামসহ ২২ জন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়েছে।
উল্লেখ, গত ১৪ আগস্ট রাত ৯টায় নগরীর আমতলার মোড় এলাকার একটি বাসায় গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়। এরপর সরকারের অনুমতির পর আটককৃতদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।